কলমাকান্দা সদরের সাথে গোবিন্দপুর, বিশরপাশা ও বরুয়াকোনা পাকা সড়কের কিছু অংশ নীচু স্থান ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে । এতে করে ওই সড়কে এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক বলেন, ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কলমাকান্দা -হাট গোবিন্দপুর পাকা সড়কের বাউসাম বাজার সংলগ্নসহ রাস্তা কিছু অংশে ও গজারমারি গ্রামীন রাস্তার বিদ্যালয়ের সামনে ও খাকগড়া চৌরাস্তা এলাকায় সড়ক ভেঙে পানি বয়ে যাচ্ছে।
পাহাড়ি ঢলের পানির তীব্র গতিতে গজারমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষের মাটি সরে গিয়ে পানিতে ধসে গেছে । এ বিদ্যালয়টিসহ একটি মসজিদ ঢেনকি নদীর তীর সংলগ্ন বসতবাড়ী রয়েছে হুমকির মূখে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান বলেন, ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ফের বৃদ্ধি পেয়ে শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উব্দাখালী নদীর পানি ডাক বাংলো পয়েন্টে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।