1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
কলমাকান্দায় পাহাড়ি ঢলের পানিতে বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ ধসে গেছে
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

কলমাকান্দায় পাহাড়ি ঢলের পানিতে বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ ধসে গেছে

  • প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৭৯ বার পঠিত
কলমাকান্দায় পাহাড়ি ঢলের পানিতে বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ ধসে গেছে
কলমাকান্দায় পাহাড়ি ঢলের পানিতে বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ ধসে গেছে

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উব্দাখালী নদীর পানি ধীর গতিতে কমতে শুরু করে । তবে শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উব্দাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে কলমাকান্দা ডাকবাংলো পয়েন্টে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।

কলমাকান্দা সদরের সাথে গোবিন্দপুর, বিশরপাশা ও বরুয়াকোনা পাকা সড়কের কিছু অংশ নীচু স্থান ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে । এতে করে ওই সড়কে এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক বলেন, ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কলমাকান্দা -হাট গোবিন্দপুর পাকা সড়কের বাউসাম বাজার সংলগ্নসহ রাস্তা কিছু অংশে ও গজারমারি গ্রামীন রাস্তার বিদ্যালয়ের সামনে ও খাকগড়া চৌরাস্তা এলাকায় সড়ক ভেঙে পানি বয়ে যাচ্ছে।

পাহাড়ি ঢলের পানির তীব্র গতিতে গজারমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষের মাটি সরে গিয়ে পানিতে ধসে গেছে । এ বিদ্যালয়টিসহ একটি মসজিদ ঢেনকি নদীর তীর সংলগ্ন বসতবাড়ী রয়েছে হুমকির মূখে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান বলেন, ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ফের বৃদ্ধি পেয়ে শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উব্দাখালী নদীর পানি ডাক বাংলো পয়েন্টে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুনঃ কলমাকান্দায় বৃষ্টির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla