বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে কেন্দুয়া উপজেলা নির্বাহী কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমদাদুল হক তালুকদারের কাছে এসব অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এ সময় তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের দূর্ব্যবহার, রাজনীতিকীকরণ, কম্পিউটার ল্যাব ও লাইব্রেরি সংক্রান্ত সমস্যা, কতিপয় শিক্ষকদের প্রাইভেট ও কোচিং করতে বাধ্য করা, প্রধান শিক্ষক ও কতিপয় শিক্ষকদের অনিয়মসহ নানা অভিযোগ করে তুলে ধরেন।
এরই প্রেক্ষিতে ইউএনও আগামী সোমবার (২৭ আগস্ট) সকাল ১০টায় সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমন্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে এ বিষয়গুলো সুরাহা করার আশ্বাস দেন।
পরে শিক্ষার্থীরা সোমবার পর্যন্ত বিদ্যালয়ের ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে উপজেলা প্রাঙ্গণ ত্যাগ করে।
কেন্দুয়া নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমদাদুল হক তালুকদার জানান, বিষয়টি আলোচনা করে তারপর সমাধানের চেষ্টা করা হবে।