1. durjoybangla.com.bd@gmail.com : durjoybangla.com.bd :
মাগো মা ঝিগো ঝি
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন

মাগো মা ঝিগো ঝি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২১৭ বার পঠিত
মাগো মা ঝিগো ঝি
মাগো মা ঝিগো ঝি

মাগো মা, ঝিগো ঝি করলাম কী রঙ্গে
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে ॥
গোমাই নদী নষ্ট করল ঐ না কোলা বেঙে ॥
ভাঙ্গা নৌকায় উঠে জল নদী করে কলকল
কলকলাকল পারি না তার সঙ্গে ॥

নদীর নাম কামনা সাগর বাঁকে বাঁকে উঠে লহর গো…
কত সাধুর ভরাডিঙ্গা পার হয় তার তরঙ্গে ॥
ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা গো…
হাসিতাম খেলিতাম মায়ের সঙ্গে ॥

এই দেহে আইল জোয়ানি ঘরে আইল নয়া পানি গো…
কাম-কামিনী বসিল বাম অঙ্গে ॥
ছিলাম জোয়ান অইলাম বুড়া লইরা গেছে বাকা গোড়া
গলই গোড়া সব গিয়াছে ভেঙ্গে ॥

রশিদ উদ্দিন বলে গানে ভেবে দেখ আপন মনে গো…
একদিন মিশতে হবে মাটির সঙ্গে ॥

আরও পড়ুন : নামাজের জন্য ১০ টি সূরা

মাগো মা ঝিগো ঝি গীতিকার: বাউল রশিদ উদ্দিন

সেয়ার করুন:
এই জাতীয় আরও সংবাদ
© ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত || দুর্জয় বাংলা
Theme Customized By durjoy bangla