বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২ টায় উপজেলার রাজধলা বিলের উত্তর পশ্চিম দিক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, আকিব হাসান মাহিন তার বন্ধুদের সাথে বুধবার বিকেলে রাজধলা বিলে ঘুরতে আসে। পরবর্তীতে বাসায় না ফেরায় তার আত্বীয় স্বজন রাত ভর খোজাখুজি করে।
অনেক খোঁজাখুজির পর বৃহস্পতিবার সকাল অনুমান সাড়ে পাঁচ ঘটিকার সময় আত্বীয় স্বজন রাজধলা বিলের উত্তর পশ্চিম কোনে মাহিনের পরিহিত জামাকাপড় ও মোবাইল দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় মরদেহ উদ্ধার করে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, মরদেহ রাজধলা বিল থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরো পড়ুন : বছর শুরুতেই তিন গেমিং ফোন দিয়ে সাড়া ফেলল ইনফিনিক্স